বিগত তিন অর্থবছরে (২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ৩৫০৩১টি শ্রেণি কক্ষ নির্মিত হয়েছে। তাছাড়া সরকারি-বেসরকারি কলেজ সমূহে ৩৪২১টি শ্রেণি কক্ষ নির্মাণ করা হয়েছে (২৮৫টি ক্যান্টিন, ২৮৫টি সভাকক্ষ, ২৮৫টি আইসিটি ল্যাব ও ২২৮১টি শ্রেণি কক্ষ)। অনগ্রসর এলাকায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ১০৯১টি শ্রেণি কক্ষ নির্মাণ করা হয়েছে। ছাত্র/ছাত্রীদের আবাসনের জন্য সরকারি কলেজসমূহে ৫৪টি, ছাত্রদের জন্য ১৮টি সহ মোট ৭২টি হোস্টেল নির্মাণ করা হয়েছে।সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৫০২টি ভবন মেরামত ও সংস্কার করা হয়েছে। ছাত্রীদের জন্য ১৯২০০টি টয়লেট এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য ৩৪৪৫টি র্যাম্প নির্মাণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় স্কুল কলেজ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় মাদ্রাসা ভবন নির্মাণ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় ভোকেশনাল ইন্সটিটিউট, পলিটেকনিক ইন্সটিটিউট ও ইঞ্জিনিয়ারিং কলেজের ভবন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় বিভিন্ন ভবন নির্মাণ করা হয়েছে। ১৫০১টি মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস